ত্বরণ কাকে বলে ? এর একক ও মাত্রা নির্ণয় কর ? গতি Part 6

 

ত্বরণ কাকে বলে ? এর একক ও মাত্রা নির্ণয় কর ?

ত্বরণ : সময়ের সাথে কোনো গতিশীল বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়।

ত্বরণকে a দ্বারা প্রকাশ হয়।

ত্বরণ কাকে বলে ?

মনেকরি, একটি বস্তু t সময়ে নির্দিষ্ট ‍ গতিশীল এবং এর আদিবেগ u , শেষ বেগ v.

ধরা যাক, কোনো বস্তুর,

                    আদিবেগ=u

                    t সময় পর শেষ বেগ = v

                    t সময়ে বেগের পরিবর্তন = v-u

              ∴একক সময়ে বেগের পরিবর্তন =
v-u
t

সংঙ্গানুসারে পাই,

             a=
vu
t

   
    ত্বরণ =
বেগের পরিবর্তন 
সময় 

   
   অর্থাৎ ত্বরণ =বেগ
সময়


আরো জানুন :


একক : আমরা জানি,

                          ত্বরণ=
বেগ
সময়

সুতরাং ত্বরেণ একক হবে
বেগ
সময়
 এর একক
           =
ms-1
s
                  = ms-1-1
                  = ms-2

মাত্রা : আমরা জানি,

                      ত্বরণ=
বেগ
সময়

সুতরাং ত্বরণের মাত্রা হবেবেগ
সময়
 এর একক

  =
LT-1
T

=LT-1-1

=LT-2

ত্বরণের প্রকার ভেদ : ত্বরণ দুই প্রকার। যথা :


          ১. সুষম ত্বরণ বা সম ত্বরণ।

২. অসম ত্বরণ।

সুষম ত্বরণ বা সম ত্বরণ : সময়ের সাথে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হার যদি সমান থাকে তবে সেই ত্বরণকে সুষম ত্বরণ বলা হয়।

অসম ত্বরণ : সময়ের সাথে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হার যদি সমান না থাকে তবে সেই ত্বরণকে সুষম ত্বরণ বলা হয়।

Post a Comment

Previous Post Next Post