আয়নিক বন্ধনের মাধ্যমে কিভাবে KF ও Al2O3 নমক যৌগ গঠন করা যায়। ব্যাখ্যা কর ? রাসায়নিক বন্ধন Part 2

আয়নিক বন্ধনের মাধ্যমে কিভাবে KF ও Al2O3 নমক যৌগ গঠন করা যায়। ব্যাখ্যা কর ?


আয়নিক বন্ধন : ধাতব পরমাণু ও অধাতব পরমাণু ইলেকট্রন বর্জন ও গ্রহনের মাধ্যমে যে বন্ধন তৈরি করে তাকে আয়নিক বন্ধন বলা হয়।

নিচে KF এর বন্ধন গঠন কৌশল চিহ্ন সহ বিশ্লেষণ করা হলো :

K ও F এর ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ :

         K(19)→1s22s22p63s23p64s1

         F(9) ➡ 1s22s22p5

ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে যে, K ও F এর শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা যথাক্রমে 1টি ও 7 টি।

স্থিতিশীলতা অর্জনের জন্য K পরমাণু তার সর্বশেষ কক্ষপথের 1টি ইলেকট্রন বর্জন করে K+ আয়ন গঠন করে এবং F পরমাণু তার সর্বশেষ কক্ষপথে 1 টি ইলেকট্রন গ্রহণ করে F- আয়ন গঠন করে।

এদের আয়নিক সমীকরণ নিম্নরূপ :

                          K - e⟶K+-------------x2

                         F2+e ⟶2F-

                  一一一一一一一一一一一一一一一一

                    2K + F2 2K+ + 2F-

            বা, 2K + F2 2KF


এই বিপরীদ ধর্মী আয়ন দুটি পরস্পর স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে KF নামক আয়নিক যৌগ উৎপন্ন করে।

ড়ায়াগ্রাম :

KF এর গঠন

বিঃদ্রঃ KF এর উত্তম আয়নিক সমীকরণ নিম্নরূপ :

KF এর আয়নিক সমীকরণ

আরো জানুন,


নিচে Al2O3 এর বন্ধন গঠন কৌশল চিহ্ন সহ বিশ্লেষণ করা হলো :

Al2 O3 এর ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ :

          Al(13)1s22s22p63s23p1

          O(8) ➡ 1s22s22p4 




ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে যে, Al
2O3 এর শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা যথাক্রমে 3টি ও 6 টি।

স্থিতিশীলতা অর্জনের জন্য Al পরমাণু তার সর্বশেষ কক্ষপথের 3টি ইলেকট্রন বর্জন করে Al+ আয়ন গঠন করে এবং O পরমাণু তার সর্বশেষ কক্ষপথে 2 টি ইলেকট্রন গ্রহণ করে O- আয়ন গঠন করে।

এদের আয়নিক সমীকরণ নিম্নরূপ :

Al2O3 এর  আয়নিক সমীকরণ


অয়নিক সমীকরণ থেকে দেখা যাচ্ছে যে, 2Al পরমানু 3টি করে মোট 6টি ইলেকট্রন বর্জন করে 2টি Al3+ আয়ন গঠন করে এবং 3টি O পরমানু 2টি করে মোট 6টি ইলেকট্রন গ্রহন করে 3টি O2- আয়ন গঠন করে।

এই বিপরীদ ধর্মী আয়ন দুটি পরস্পর স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে Al2O3 নামক আয়নিক যৌগ উৎপন্ন করে।

ড়ায়াগ্রাম :

 

Al2O3 এর গঠন


Post a Comment

Previous Post Next Post