আয়নিক যৌগ পানিতে দ্রবনিত হলেও সমযোজী যৌগ পানিতে দ্রবিভূত হয় না কেন ? NaF পানিতে দ্রবনীয় হলেও CCl4 দ্রবনীয় হয় না কেন ? রাসায়নিক বন্ধন Part 6

আয়নিক যৌগ পানিতে দ্রবনিত হলেও সমযোজী যৌগ পানিতে দ্রবিভূত হয় না কেন ? NaF পানিতে দ্রবনীয় হলেও  CCl4 দ্রবনীয় হয় না কেন ?

আমরা জানি, পানি একাটি পোলারযৌগ অর্থাৎ পানির অনুতে আংশিক ধনাত্মক ও আংশিক ঋনাত্মক চার্জ আছে। সুতরাং পানিতে ঐ সমস্ত যৌগই দ্রবিভূত হবে যাদের অনুতে আংশিক ধনাত্মক ও আংশিক ঋনাত্মক অথবা শুধু ধনাত্মক ও শুধু ঋনাত্মক চার্জ আছে।

আয়নিক যৌগ গঠিত হয় ধাতব পরমানুর ইলেকট্রন বর্জন এবং অধাতব পরমানুর ইলেকট্রন গ্রহনের মাধ্যমে। অর্থাৎ আয়নিক যৌগে ধনাত্মক ও ঋনাত্মক আয়ন বিদ্যমান থাকে। এ কারণে আয়নিক যৌগকে পানিতে নিমজ্জিত করলে পানির আংশিক ঋনাত্মক পান্ত যৌগের ধনাত্মক পান্তকে এবং পানির আংশিক ধনাত্মক প্রান্ত যৌগের ঋনাত্মক প্রান্তকে আকর্ষন করে। তাই আয়নিক যৌগ সাধারণত পানিতে দ্রবিভূত হয়।

 

নিচে NaCl এর দ্রবনীয়তার চিত্র দেওয়া হলো :

NaCl এর দ্রবনীয়তা


অপর দিকে সমযোজী যৌগ গঠিত হয় অধাতব পরমানুর ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। তাই এখানে কোনো আয়ন বা চার্জ থাকে না। এ জন্য সমযোজী যৌগ সাধারণত পানিতে অদ্রবনীয় হয়।

 


NaF পানিতে দ্রবনীয় হলেও  CCl
4 দ্রবনীয় হয় না।

আমরা জানি, পানি একটি পোলারযৌগ অর্থাৎ পানির অনুতে আংশিক ধনাত্মক ও আংশিক ঋনাত্মক চার্জ আছে। সুতরাং পানিতে ঐ সমস্ত যৌগই দ্রবীভূত হবে যাদের অনুতে আংশিক ধনাত্মক ও আংশিক ঋনাত্মক অথবা শুধু ধনাত্মক ও শুধু ঋনাত্মক চার্জ আছে।

NaF যৌগ গঠিত হয় Na পরমাণুর ইলেকট্রন বর্জন এবং F পরমাণুর ইলেকট্রন গ্রহনের মাধ্যমে। অর্থাৎ NaF যৌগে Na+ও F-  আয়ন বিদ্যমান থাকে। একারণে NaF যৌগকে পানিতে নিমজ্জিত করলে পানির আংশিক ঋনাত্মক প্রান্ত Na+ প্রান্তকে এবং পানির আংশিক ধনাত্মক প্রান্ত F- প্রান্তকে আকর্ষন করে।

তাই, NaF যৌগ পানিতে দ্রবীভূত হয়।

নিচে NaF এর দ্রবনীয়তার চিত্র দেয়া হলো :

NaF এর দ্রবনীয়তা


অপর দিকে CCl4 যৌগ গঠিত হয় অধাতব পরমাণুর ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। তাই এখানে কোনো আয়ন বা চার্জ থাকে না। ফলে CCl4 যৌগ পানিতে অদ্রবনীয় হয়।

 

Post a Comment

Previous Post Next Post