NH3, CH4 এবং CCl4 সমযোজী অনুর গঠন। রাসায়নিক বন্ধন Part 4

NH3, CH4 এবং CCl4 সমযোজী অনুর গঠন।


NH3 অনুর গঠন :  

N ও H এর ইলেকট্রন বিন্যাস নিম্নরুপ :

      N(7) ➡ 1s22s22p3 

      H(1) ➡ 1s1

ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে যে, N পরমানুর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন রয়েছে 5টি এবং H পরমানুর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন রয়েছে 1টি । স্থিতিশীলতা অর্জনের জন্য N এর ইলেকট্রন প্রয়োজন 3টি এবং H এর ইলেকট্রন প্রয়োজন 1টি ।

এমতাবস্থায় N ও H পরমানু যখন পরস্পরের নিকটবর্তী হয় তখন 1টি N পরমানু 3টি ইলেকট্রন এবং 3টি H পরমানু 1টি মোট 3টি ইলেকট্রন যোগান দিয়ে 3টি ইলেকট্রন যুগোল তৈরি করে যা পরমানু দ্বয় সমভাবে শেয়ার করে সমযোজী বন্ধন সহযোগে সমযোজী অনু NH3 গঠন করে।

ডায়াগ্রাম :

NH3 অনুর গঠন



 

CH4 অনুর গঠন :  

C ও H এর ইলেকট্রন বিন্যাস নিম্নরুপ : 

    C(6) ➡ 1s22s22p2 

    H(1) ➡ 1s1

ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে যে, C পরমানুর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন রয়েছে 4টি এবং H পরমানুর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন রয়েছে 1টি । স্থিতিশীলতা অর্জনের জন্য C এর ইলেকট্রন প্রয়োজন 4টি এবং H এর ইলেকট্রন প্রয়োজন 1টি ।

এমতাবস্থায় C ও H পরমানু যখন পরস্পরের নিকটবর্তী হয় তখন 1টি C পরমানু 4টি ইলেকট্রন এবং 4টি H পরমানু 1টি মোট 4টি ইলেকট্রন যোগান দিয়ে 4টি ইলেকট্রন যুগোল তৈরি করে যা পরমানু দ্বয় সমভাবে শেয়ার করে সমযোজী বন্ধন সহযোগে সমযোজী অনু CH4 গঠন করে।

ডায়াগ্রাম :

CH4 অনুর গঠন



CCl4 অনুর গঠন : 

C ও Cl এর ইলেকট্রন বিন্যাস নিম্নরুপ : 

     C(6)  1s22s22p2 

     Cl(17) ➡ 1s22s22p63s23p5

ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে যে, C পরমানুর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন রয়েছে 4টি এবং Cl পরমানুর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন রয়েছে 7টি । স্থিতিশীলতা অর্জনের জন্য C এর ইলেকট্রন প্রয়োজন 4টি এবং Cl এর ইলেকট্রন প্রয়োজন 1টি ।

এমতাবস্থায় C ও Cl পরমানু যখন পরস্পরের নিকটবর্তী হয় তখন 1টি C পরমানু 4টি ইলেকট্রন এবং 4টি Cl পরমানু 1টি মোট 4টি ইলেকট্রন যোগান দিয়ে 4টি ইলেকট্রন যুগোল তৈরি করে যা পরমানু দ্বয় সমভাবে শেয়ার করে সমযোজী বন্ধন সহযোগে সমযোজী অনু CCl4 গঠন করে। 

ডায়াগ্রাম :

CH4 অনুর গঠন


The Importance of Hiring a Car Accident Lawyer Within 24 Hours of the Accident

স্থুল সংকেত কাকে বলে ? উদাহরণ সহ স্থুল সংকেতের ব্যাখ্যা কর ?

                      5/10

Post a Comment

Previous Post Next Post