সকল বিয়োজন বিক্রিয়া বিশ্লেষণ বিক্রিয়া নয় কিন্তু সকল বিশ্লেষণ বিক্রিয়াই বিয়োজন বিক্রিয়া ব্যাখ্যা কর। রাসায়নিক বিক্রিয়া Part 10

 সকল বিয়োজন বিক্রিয়া বিশ্লেষণ বিক্রিয়া নয় কিন্তু সকল বিশ্লেষণ বিক্রিয়াই বিয়োজন বিক্রিয়া ব্যাখ্যা কর?

বিযোজন বিক্রিয়া : যে রাসায়নিক বিক্রিয়ায় কোন যৌগ তার সরল কোনো উপাদানে সমূহে বিভক্ত হয় তাকে বিযোজন বিক্রিয়া বলা হয়।

 যেমন :

                বিয়োজন বিক্রিয়া বিশ্লেষণ বিক্রিয়া নয় কিন্তু বিশ্লেষণ বিক্রিয়াই বিয়োজন বিক্রিয়া


দেখা যাচ্ছে যে, বিয়োজন বিক্রিয়ায় যৌগ বিভক্ত হয়ে যৌগ যৌগে, যৌগ মৌল, মৌল মৌলে পরিণত হতে পারে।

আরার, যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগ উপাদান মৌলে বিভক্ত হয় তাকে বিশ্লেষণ বিক্রিয়া বলা হয়। যেমন :

1.   2NaCl = 2Na + Cl2

2.   2H2O = 2H2 + O2

দেখা যাচ্ছে যে, বিশ্লেষণ বিক্রিয়ায় শুধুমাত্র যৌগ বিয়োজীত হয়ে মৌল ও মৌলে পরিণত হয়।

সুতরাং বলা যায়, সকল বিশ্লেষণ বিক্রিয়াই বিয়োজন বিক্রিয়া কিন্তু সকল বিয়োজন বিক্রিয়া বিয়োজন বিক্রিয়া নয়।

পরম শূন্য তাপমাত্রা বলতে কী বুঝ ?

Post a Comment

Previous Post Next Post