অবতল দর্পনে লক্ষ্যবস্তুর অবস্থান প্রধান ফোকাসে থাকলে বিম্বের অবস্থান, প্রকৃতি ও আকৃতি নির্ণয় করা হলো :
মনেকরি,
MPM1 একটি অবতল দর্পন।
P মেরূ, F প্রধান ফোকাস এবং C বক্রতার কেন্দ্র । প্রধান অক্ষ CP এর উপর PQ একটি লক্ষবস্তু
লম্বভাবে প্রধান ফোকাসে অবস্থিত। এর বিম্ব অঙ্কন করতে হবে।
P থেকে
একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে প্রধান ফোকাস F দিয়ে প্রতিফলিত
হয়। অপর একটি রশ্মি বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়ে একই পথে প্রতিফলিত হয়। এই প্রতিফলিতরশ্মি দ্বয় দর্পনের সামনে অথবা পেছনের অসীমে মিলিত হয়।
আরো জানুন,
১. অবতল দর্পনে লক্ষ্যবস্তুর অবস্থান বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মাঝে থাকলে বিম্বের অবস্থান, প্রকৃতি ও আকৃতি নির্ণয় কর ?৩. গোলীয় দর্পন কাকে বলে? কত প্রকার ও কি কি?
B এর চেয়ে Be এবং Al এর চেয়ে Mg এর আয়নীকরণ বিভব বেশি কেন ?
৪. দেখাও যে, উত্তল দর্পনে সবসময় অবাস্তব ও সোজা বিম্ব গঠিত হয়।
অবস্থান: দর্পনের সামনে অথবা পেছনে।
প্রকৃতি: বাস্তব,
উল্টো এবং অবাস্তব সোজা।
আকৃতি: অত্যান্ত
বিবর্ধিত।
5/10
Post a Comment