দেখাও যে, উত্তল দর্পনে সবসময় অবাস্তব ও সোজা বিম্ব গঠিত হয়। আলোর প্রতিফলন Part 12

উত্তল দর্পনে সবসময় অবাস্তব ও সোজা বিম্ব গঠিত হয় :

উত্তল দর্পনে সবসময় অবাস্তব ও সোজা বিম্ব গঠিত হয়


মনেকরি, MPM1 একটি উত্তল দর্পন। P মেরূ, F প্রধান ফোকাস এবং C বক্রতার কেন্দ্র । প্রধান অক্ষের উপর PQ ও P1Q1 দুটি লক্ষবস্তু লম্বভাবে অবস্থিত। এর বিম্ব অঙ্কন করতে হবে।

P ও P1 থেকে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মি দুটি দর্পুনে আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয়। P ও P1 বিন্দু থেকে অপর একটি রশ্মি বক্রতার কেন্দ্র ‍দিয়ে প্রতিফলিত হয়। এই প্রতিফলিত রশ্মি গুলোকে পেছনের দিকে বর্ধিত করলে এরা যথাক্রমে II1 বিন্দুতে মিলিত হয়। II1 ‍বিন্দু থেকে প্রধান অক্ষের উপর যথাক্রমে IBI1B1 লম্ব আঁকা হলো।


আরো জানুন,

১. অবতল দর্পনে লক্ষ্যবস্তুর অবস্থান প্রধান ফোকাস ও মেরূর মাঝে থাকলে বিম্বের অবস্থান, প্রকৃতি ও আকৃতি নির্ণয় কর ?
২. প্রতিফলন সম্পকৃত কয়েকটি সংঙ্গা এবং আলোর প্রতিফলনের সূ্ত্র ।
৩. দেখাও যে সমতল দর্পনে লক্ষ বস্তু যতটা সামনে থাকে বিম্ব ঠিক ততটা পিছনে থাকে।


তাহলে IBI1B1-ই হবে যথাক্রমে PQ ও P1Q1 লক্ষবস্তুর অবাস্তব বিম্ব

অবস্থান: দর্পনের পেছনে।

প্রকৃতি: অবাস্তব ও সোজা।

আকৃতি: খর্বিত।


 

Post a Comment

Previous Post Next Post