সমতল দর্পন কে যে কোণে ঘোরানো হয় প্রতিফলিত রশ্মি দ্বিগুন কোণে ঘুরে যায় :
মনেকরি,
M1M2 দর্পনটি O বিন্দু
বরাবর ঘুরতে পারে। M1M2 অবস্থানে AO আপতিত রশ্মি এবং BO প্রতিফলিত রশ্মি।NO,O বিন্দুতে
অভিলম্ব।
এখন, ∠AON=i হলে প্রতিফলনের সূত্রানুসারে পাই,
∠AON=∠BON= i
∴∠AOB=∠AON+∠BON= 2i
এবার দর্পনটি 𝜭 কোণে ঘুরিয়ে M2M3 অবস্থানে আনা হলো। সুতরাং অভিলম্ব 𝜭 কোণে ঘুরে oN1 অবস্থানে আসবে এ অবস্থায় oB1 হবে প্রতিফলিত রশ্মি। সুতরাং প্রতিফলিত রশ্মি ∠BOB1 কোণে ঘুরে গেল।
প্রতিফলনের
সূত্রানুসারে পাই,
∠AON1=∠B1ON1
আরো
জানুন,
১. দর্পন কাকে বলে? দর্পন কত প্রকার ও কি কি ?
২. দেখাও যে সমতল দর্পনে লক্ষ বস্তু যতটা সামনে থাকে বিম্ব ঠিক ততটা পিছনে থাকে।
৩.আলোর প্রতিফলনের সূ্ত্র ।
চিত্র হতে পাই,
∠AON1 = i+𝜭
∴∠B1ON1 = i+𝜭
∴ ∠AOB1 = ∠AON1 + ∠B1ON1
= i+𝜭+ i+𝜭
= 2i+2𝜭
এখন,
= 2i+2𝜭 - 2i
= 2𝜭
Post a Comment