সমতল দর্পনে লক্ষ বস্তু যতটা সামনে থাকে বিম্ব ঠিক ততটা পিছনে থাকে :
মনেকরি,
M1M2 সমতল দর্পনের সামনে
O একেটি লক্ষ্যবস্তু। O থেকে QT রশ্মি দর্পনে অভিলম্ব ভাবে আপতিত হয়ে TO পথে ফিরে আসে।
আর একটি রশ্মি OQ প্রতিফলিত হয়ে QR পথে চলে যায়। QN অভিলম্ব। TO ও QR প্রতিফলিত রশ্মি
দ্বয়কে পিছনের দিকে বর্ধিত করলে I বিন্দুতে
মিলিত হয়। Aর্থাৎ প্রতিফলিত রশ্মি দুটি যেন I বিন্দু থেকে আসছে বলে মনে হয়।
সতরাং I
বিন্দুই O বিন্দুর অবাস্তব বিম্ব।
TO।।ON এবং OQ তাদের ছেদক।
< TOQ=< OQN=i [একান্তর কোণ বলে]
ITO।।QN এবং I QR তাদের ছেদক।
< TIQ=< NQR=r [অনুরূপ কোণ বলে]
আরো জানুন,
১. দর্পন কাকে বলে? দর্পন কত প্রকার ও কি কি ?
২. প্রতিফলন সম্পকৃত কয়েকটি সংঙ্গা এবং আলোর প্রতিফলনের সূ্ত্র ।
৩. দেখাও যে কোনো সমতল দর্পন কে যে কোণে ঘোরানো হয় প্রতিফলিত রশ্মি দ্বিগুন কোণে ঘুরে যায়।
প্রতিফলনের সূত্রানুসারে পাই,
i=r
< TOQ=< TIQ
TOQ ও TIQ –এ
TQ=TQ [সাধারণ বাহু]
< OTQ=< ITQ [উভয় সমকোণ বলে]
এবং < OTQ=< TIQ
TOQ ≌
TO=TI
সুতরাং লক্ষ বস্তু O দর্পনের যতটা সামনে থাকে
বিম্ব I ঠিক ততটা দর্পনেরর
পিছনে থাকে।
Post a Comment