রাসায়নিক পরিবর্তন কাকে বলে ? লোহায় মরিচা পরা কি ধরণের পরিবর্তন ব্যাখ্যা কর ? রাসায়নিক বিক্রিয়া Part 1

 

ভৌত পরিবর্তন কাকে বলে?

যে পরিবর্তণের ফলে পদার্থের মূল গঠনের কোনো পরিবর্তন হয় না শুধ মাত্র অবস্থার পরিবর্তন হয় তাকে ভৌত পরিবর্তন বলা হয়।

রাসায়নিক পরিবর্তন কাকে বলে ?

যে পরিবর্তণের ফলে পদার্থের মূল গঠনের পরিবর্তন হয় অর্থাৎ এক বা একাধিক পদার্থ সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্টি এক বা একাধিক পদার্থে পরিণত হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলা হয়।

লোহায় মরিচা পরা কি ধরণের পরিবর্তন ব্যাখ্যা কর ?

এক খন্ড লোহাকে বহু দিন আর্দ্র বাতাসে খোলা অবস্থায় রেখে দিলে লোহা বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ফেরিক অক্সাইডে পরিণত হয়।

4Fe + 3O2 ⟶ 2Fe2O3

উৎপন্ন ফেরিক অক্সাইড বাতাসে জলীয় বাষ্পের সাথে যুক্ত হয়ে, পানি যুক্ত ফেরিক অক্সাইডে পরিণত হয়। এই পানি যুক্ত ফেরিক অক্সাইডকে মরিচা বলা হয়।

Fe2O3 + nH2 Fe2O3nH2O

উৎপন্ন মরিচার ধর্ম লোহা অক্সিজেনের ধর্ম হতে সম্পূর্ণ ভিন্ন। সুতরাং লোহার মরিচা পরা একটি সম্পূর্ণ রাসায়নিক পরিবর্তন।

 Read More:

উভমুখী বিক্রিয়ার সাম্যবস্থায় ঘনমাত্রার প্রভাব

উভমুখী বিক্রিয়ার সাম্যবস্থায় চাপের প্রভাব

The Importance of Hiring a Car Accident Lawyer Within 24 Hours of the Accident

 

Post a Comment

Previous Post Next Post