মোমের দহণে কোন পরিবর্তন সংঘটিত হয় ব্যাখ্যা কর ? রাসায়নিক বিক্রিয়া Part 2

 

মোমের দহণে উভয় পরিবর্তনই সংঘটিত হয়। নিম্নে ইহা যুক্তিসহ বিশ্লেষণ করা হলো :

মোমের দহণ


ভৌত পরিবর্তেনর পক্ষে যুক্তি :

মোমেকে দহণ করলে বা জালাতে মোমের কিছু অংশ গলে তরল মোমে পরিণত হয়। তরল মোমকে শীতল করলে পুণরায় কঠিন মোম পাওয়া যায়। সুতরাং মোমের দহণ একটি ভৌত পরিবর্তন।

রাসায়নিক পরিবর্তনের পক্ষে যুক্তি :

মোমকে জালালে মোমের অধিকাংশ অংশ বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বণ ডাই অক্সাইডে এবং জলীয় বাষ্পে পরিণত হয়। উৎপন্ন কার্বণ ডাই অক্সাইড ও জলীয় বাষ্পের ধর্ম মোম অক্সিজেনের ধর্ম হতে সম্পূর্ণ মোমের ধর্ম হতে ভিন্ন। সুতরাং মোমের দহণ একটি রাসায়নিক পরিবর্তন।

 Read More:

রাসায়নিক পরিবর্তন কাকে বলে ? লোহায় মরিচা পরা কি ধরণের পরিবর্তন ব্যাখ্যা কর ?

উভমুখী বিক্রিয়ার সাম্যবস্থায় ঘনমাত্রার প্রভাব

 

 

Post a Comment

Previous Post Next Post