আপেক্ষিক রোধের রাশিমালা বের করে সংঙ্গা দাও এবং একক বের কর। পরিবহকত্ব কাকে বলে ? এর রাশিমালা বের কর এবং একক নির্ণয় কর।
মেনেকরি, একটি পরিবাহী দন্ডের দৈর্ঘ্য L ,ক্ষেত্রফল A এবং রোধ R .
রোধের দৈর্ঘ্যের সূত্র হতে
পাই,
R ∝ L ---------(ⅰ)
রোধের ক্ষেত্রফলের সূত্র হতে পাই,
(ⅰ) ও (ⅰⅰ) নং হতে পাই,
ইহাই আপেক্ষিক রোধের রাশিমালা আরো
আরো জানুন,
১. তড়িৎ প্রাবাল্য বা তিব্রতা কাকে বলে ? এর রাশিমালা বের কর।দেখাও যে তড়িৎ ক্ষেত্রের বিভিন্ন বিন্দুতে তড়িৎ প্রাবাল্যের মান বিভিন্ন হয়।
২. উত্তল লেন্সে প্রধান অক্ষের উপর লক্ষ্যবস্তু 2F দুরত্বে থাকলে বিম্বের অবস্থান, প্রকৃতি ও আকৃতি নির্ণয় কর ?
৩. অবতল দর্পনে লক্ষ্যবস্তুর অবস্থান অসীম ও বক্রতার কেন্দের মঝে থাকলে বিম্বের অবস্থান, প্রকৃতি ও আকৃতি নির্ণয় কর ?
সংঙ্গা
: আমরা জানি,
(ⅲ) নং সমীকরনে L =1 একক এবং A =1 একক বসিয়ে পাই,
আপেক্ষিক রোধ :
সুতরাং 1 একক দৈর্ঘ্য ও 1 একক
ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহকের রোধকে উক্ত পরিবাহকের আপেক্ষিক রোধ বলা হয়।
একক
: আমরা জানি,
পরিবহকত্ব
: আপেক্ষিক রোধের বিপরীত রাশিকে পরিবাহকত্ব বলা হয়। একে σ দ্বারা প্রকাশ করা হয়।
কোনো পরিবাহকের উপাদানের আপেক্ষিক
রোধ 𝜌 হলে পাই,
একক
: আমরা জানি,
Post a Comment