দ্রুতি কাকে বলে ? এর একক ও মাত্রা নির্ণয় কর ? গতি Part 4

দ্রুতি কাকে বলে ? এর একক ও মাত্রা নির্ণয় কর ?

 

দ্রুতি কাকে বলে

এথানে, একটি বস্তুকে কোনো বিন্দুকে কেন্দ্র করে ঘুরানো হলে দ্রুতি এক থাকলেও বেগের পরিবর্তন হয়।


দ্রুতি : সময়ের সাথে কোনো গতিশীল বস্তু প্রতি একক সময়ে যতটুকু দুরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলা হয়।

দ্রুতিকে V দ্বারা প্রকাশ করা হয়।

ধরা যাক, কোনো ‍গতিশীল বস্তু,

                 t সময়ে দুরত্ব অতিক্রম করে d

∴ একক সময়ে দুরত্ব অতিক্রম করে \frac{d}{t}

সংঙ্গানুসারে পাই,

v= \frac{d}{t}
অর্থাৎ দ্রুতি = \frac{দুরত্ব}{সময়}

একক : আমরা জানি,

দ্রুতি = \frac{দুরত্ব}{সময়}
সুতরাং দ্রুতির একক হবে \frac{দুরত্ব}{সময়} এর একক
=\frac{m}{s}
=ms^{-1}

আরো জানুন :

১. দুরত্ব কাকে বলে ? এর একক ও মাত্রা নির্ণয় কর। সরণ কাকে বলে ? এর একক ও মাত্রা নির্ণয় কর ?

২. রোধ কাকে বলে ? রোধের সূত্রগুলি বিবৃত ও ব্যাখ্যা কর।
৩. উত্তল লেন্সে প্রধান অক্ষের উপর লক্ষ্যবস্তু 2F দুরত্বে থাকলে বিম্বের অবস্থান, প্রকৃতি ও আকৃতি নির্ণয় কর ?


মাত্রা : আমরা জানি,

দ্রুতি = \frac{ দুরত্ব}{সময়}
সুতরাং দ্রুতির মাত্রা হবে = \frac{ দুরত্ব}{সময়} এর একক
= \frac{L}{T}
=LT^{-1}

কোনো বস্তুর দ্রুতি ১০ বলতে বুঝায় বস্তুটি প্রতি ১ এ ১০ করে দুরত্ব অতিক্রম করে।

দ্রুতির প্রকার ভেদ : দ্রুতি দুই প্রকার। যথা :

১. অসম দ্রুতি।

২.  ‍সুষম দ্রুতি বা সম দ্রুতি।

অসম দ্রুতি : সময়ের সাথে কোনো বস্তু যদি সমান সময়ে সমান ‍দুরত্ব অতিক্রম না করে তবে তার দ্রুতিকে অসম দ্রুতি বলা হয়।

সুষম দ্রুতি : সময়ের সাথে কোনো বস্তু যদি সমান সময়ে দুরত্ব অতিক্রম করে তবে তার দ্রুতিকে সুষম দ্রুতি বলা হয়।

গড় দ্রুতি : যদি কোনো বস্তু সমান সময়ে সমান দুরত্ব অতিক্রম না করে তবে তাকে তার অতিক্রান্ত মোট দুরত্বকে সময় দ্বারা ভাগ করে যে দ্রুতি পাওয়া যায় তাকে গড় দ্রুতি বলা হয়।

গড় দ্রুতি = \frac{মোট অতিক্রান্ত দুরত্ব}{সময়}
গড় দ্রুতি = \frac{মোট অতিক্রান্ত দুরত্ব}{সময়}

Post a Comment

Previous Post Next Post