দুরত্ব কাকে বলে ? এর একক ও মাত্রা নির্ণয় কর। সরণ কাকে বলে ? এর একক ও মাত্রা নির্ণয় কর ? গতি Part 3

দুরত্ব কাকে বলে ? এর একক ও মাত্রা নির্ণয় কর। সরণ কাকে বলে ? এর একক ও মাত্রা নির্ণয় কর?


দুরত্ব : সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে দুরত্ব বলা হয় । দুরত্বকে d দ্বারা প্রকাশ করা হয়।

উদাহারণ :

দুরত্ব কাকে বলে


মনেকরি, একটি বস্তুকণা A বিন্দ হতে B বিন্দুতে যায়। আবার B বিন্দু থেকে C বিন্দুতে এবং C বিন্দু থেকে D বিন্দুতে যায়।

এখানে, AB=BC=3m CD=4m

          ∴বস্তুকণাটির দুরত্ব,AB+BC+CD=10m


একক : যেহেতু দুরত্ব পরিমাপ করা হয় দৈর্ঘ্যের পরিমাপ দ্বারা সেহেতু দুরত্বের একক হবে দৈর্ঘ্যের একক।

                         ∴দুরত্বের একক = m

মাত্রা : যেহেতু দুরত্ব পরিমাপ করা হয় দৈর্ঘ্যের পরিমাপ দ্বারা সেহেতু দুরত্বের মাত্রা হবে দৈর্ঘ্যের মাত্রা।

                         দুরত্বের মাত্রা= L

 

আরো জানুন :

১. দিক রাশি বা vector রাশির যোগ বিয়োগ সাধারণ বীজগণিতের নিয়মে করা যায় না কেন ? ব্যাখ্যা কর ।
২. অবতল দর্পনে লক্ষ্যবস্তুর অবস্থান বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মাঝে থাকলে বিম্বের অবস্থান, প্রকৃতি ও আকৃতি নির্ণয় কর ?
৩. তড়িৎ প্রাবাল্য বা তিব্রতা কাকে বলে ? এর রাশিমালা বের কর।


সরণ : নির্দিষ্ট দিকে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলা হয়। আথবা, নির্দিষ্ট দিকে কোনো বস্তুর দুরত্বকে সরণ বলা হয়। সরণকে s দ্বারা প্রকাশ করা হয়।

উদাহারণ :

সরণ কাকে বলে


মনেকরি, একটি বস্তুকণা A বিন্দ হতে B বিন্দুতে যায়। আবার B বিন্দু থেকে C বিন্দুতে এবং C বিন্দু থেকে D বিন্দুতে যায়।

বস্তুকণাটির সরণ = ‍AD


একক : যেহেতু সরণ পরিমাপ করা হয় নির্দিষ্ট দিকে দৈর্ঘ্যের পরিমাপ দ্বারা সেহেতু সরণ এর একক হবে দৈর্ঘ্যের একক।

                     ∴সরণ এর একক = m

মাত্রা : যেহেতু সরণ পরিমাপ করা হয় নির্দিষ্ট দিকে দৈর্ঘ্যের পরিমাপ দ্বারা সেহেতু সরণের মাত্রা হবে দৈর্ঘের মাত্রা।

                     ∴সরণের মাত্রা = L

Post a Comment

Previous Post Next Post