আলোর প্রতিসরণ কাকে বলে? প্রতিসরণাংক কাকে বলে? এর রাশি মালা প্রতিপাদন কর?
আলোর প্রতিসরণ: আলোক রশ্মি এক সচ্ছ মাধ্যম থেকে অন্য সচ্ছ মাধ্যমে তীযোগ ভাবে প্রবেশের সমায় দুই মাধ্যমের বিভেদ তল থেকে আলোক রশ্মির গতিপথের দিকের পরিবর্তন ঘটে এ ঘটনাকে আলোর প্রতিসরণ বলা হয়।
আলোর
প্রতিসরণের সূত্র: আলোর প্রতিসরণ দুটি সূত্র মেনে চলে । যথা:
১.
আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে।
২.
এক জোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপতন কোণের sin এবং প্রতিসরণ
কোণের sin এর অনুপাত একটি ধ্রুব সংখ্য হয়।
প্রতিসরণাংক: এক জোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের
আলোর জন্য আপতন কোণের sin ও প্রতিসরণ কোণের sin এর মান সর্বদা ধ্রুব সংখ্যা হয়। এ
ধ্রুব সংখ্যাকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসারণাংক বলা হয়।
মনেকরি, একটি আলোক রশ্মি a মাধ্যম থেকে b মাধ্যমে প্রতিসরিত হয়েছে।
আবার, b মাধ্যম থেকে আলোক রশ্মি a মাধ্যমে প্রবেশ করলে পাই,
১. সংকট কোণ বা ক্রান্তি কোণ কাকে বলে ? পূ্র্ণ অভ্যন্তরীন প্রতিফলন কাকে বলে ? লেন্স কাকে বলে ? কত প্রকার ও কি কি?২. লেন্সের ক্ষেত্রে কয় ধরণের রশ্মি ব্যবহার করে বিম্ব অঙ্কন করা যায় এবং কি কি ?৩. অবতল লেন্সে বিম্বের অবস্থান, প্রকৃতি ও আকৃতি নির্ণয় কর ?
পরম প্রতিসরণাংক: বায়ু বা শূন্য মাধ্যমের সাপেক্ষে অন্য কোনো মাধ্যমের প্রতিসরনাংককে পরম প্রতিসরণাংক বলা হয়। যেমন :
Post a Comment