রাসায়নিক বিক্রিয়া কাকে বলে ? রাসায়নিক বিক্রিয়ার বৈশিষ্ট গুলো বর্ণনা কর ? রাসায়নিক বিক্রিয়া Part 3

 রাসায়নিক বিক্রিয়া কাকে বলে ? রাসায়নিক বিক্রিয়ার বৈশিষ্ট গুলো বর্ণনা কর?

 রাসায়নিক বিক্রিয়া কাকে বলে ?

রাসায়নিক বিক্রিয়া : যে প্রক্রিয়ায় এক বা একাধিক বস্তু এক বা একাধিক নতুন বস্তুতে পরিণত হয় তাকে রাসায়নিক বিক্রিয়া বলা হয়।

রাসায়নিক বিক্রিয়ার বৈশিষ্ট গুলো নিম্নরূপ :

    ১. রাসায়নিক বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থের ধর্ম , বিক্রিয়ক পদার্থের ধর্ম থেকে সম্পূর্ণ ভিন্ন।

C + O2 = CO2

এখানে, বিক্রিয়ক কার্বণের ধর্ম হলো এটি একটি কালো পদার্থ যা কয়লার প্রধান উপাদান। আর বিক্রিয়ক অক্সিজেনের ধর্ম হলো এটি একটি গ্যাসীয় পদার্থ যা আমাদের শ্বাস প্রশ্বাসে অত্যাস্ত জরুরী। অপর দিকে উৎপাদ কার্বণ ডাই অক্সাইড একটি গ্যাস যা আমাদের শ্বাস প্রশ্বাসে বাধা দেয়।

     ২. রাসায়নিক বিক্রিয়ার ফলে অবশ্যই তাপের শোষণ বা উদগিরণ হবে।

    ৩. রাসায়নিক বিক্রিয়ায় সর্বদা বিক্রিয়ক গুলো একটি নির্দিষ্ট ভর অনুপাতে অনুষ্ঠিত হবে।

    ৪. রাসায়নিক বিক্রিয়ার ফলে পরমাণুর ধ্বংস বা সৃষ্টি হয় না।

    ৫. রাসায়নিক বিক্রিয়ার ফলে বিক্রিয়ক পদার্থ গুলোর মোট ভর উৎপাদ  পদার্থগুলোর মোট ভরের সমান হয় অর্থাৎ বিক্রিয়ার ফলে ভরের কোনো পরিবর্তন হয় না।

 Read More:

মোমের দহণে কোন পরিবর্তন সংঘটিত হয় ব্যাখ্যা কর ?

রাসায়নিক পরিবর্তন কাকে বলে ? লোহায় মরিচা পরা কি ধরণের পরিবর্তন ব্যাখ্যা কর ?

 

Post a Comment

Previous Post Next Post