জারণ-বিজারণ বিক্রিয়া কাকে বলে ? NaCl ও MgCl2 এর বিক্রিয়া একটি জারণ বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা কর ? রাসায়নিক বিক্রিয়া Part 6

জারণ-বিজারণ বিক্রিয়া কাকে বলে ?

জারণ-বিজারণ বিক্রিয়া : যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রণের আদান-প্রদান হয় তাকে জারণ-বিজারণ বিক্রিয়া বলা হয়। অর্থাৎ ইলেকট্রণ বর্জন হলে জারণ এবং ইলেকট্রন গ্রহণ হলে বিজারণ সংঘটিত হয়। যেমন :

Na এবং Cl2 সহযোগে NaCl (সোডিয়াম ক্লোরাইট) তৈরি হওয়া একটি জারণ-বিজারণ বিক্রিয়া।


Na + Cl2=NaCl একটি জারণ বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা করা হলো :

যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রণের আদান-প্রদান হয় তাকে জারণ-বিজারণ বিক্রিয়া বলা হয়।

Na + Cl2=NaCl একটি জারণ বিজারণ বিক্রিয়া

দেখা যাচ্ছে যে, Na ইলেকট্রন বর্জন করেছে। সুতরাং Na জারিত হয়েছে। অপরদিকে Clইলেকট্রন গ্রহণ করেছে। সুতরাং Cl2 বিজারিত হয়েছে।

অতএব বিক্রিয়াটি একটি জারণ-বিজারণ বিক্রিয়া।

 Read More:

জরণ সংখ্যা কাকে বলে ? H2SO4 এর S ও HNO3 এর N জারণ সংখ্যা নির্ণয় কর ?

রাসায়নিক বিক্রিয়া কত প্রকার ও কী কী ? সংঙ্গা সহ ব্যাখ্যা কর ?

 

Mg+Cl2=MgCl2 একটি জারণ বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা করা হলো :

যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের আদান-প্রদান ঘটে তাকে জারণ-বিজারণ বিক্রিয়া বলা হয়।

Mg+Cl2=MgCl2 একটি জারণ বিজারণ বিক্রিয়া


দেখা যাচ্ছে যে, Mg ইলেকট্রন বর্জন করেছে । সুতরাং Mg জারিত হয়েছে। আপরদিকে Cl2 ইলেকট্রন গ্রহণ করেছে। সুতরাং Cl2 বিজারিত হয়েছে। অতএব বিক্রিয়াটি একটি জারণ-বিজারণ বিক্রিয়া।

Post a Comment

Previous Post Next Post