জরণ সংখ্যা কাকে বলে ? H2SO4 এর S ও HNO3 এর N জারণ সংখ্যা নির্ণয় কর ? রাসায়নিক বিক্রিয়া Part 5

 জরণ সংখ্যার সংঙ্গাসহ H2SOএর S ও HNOএর N এর জারণ সংখ্যা নির্ণয় করা হলো :

কোনো মৌল যৌগ গঠন কালে যে কয়টি ইলেকট্রন বর্জন বা গ্রহন করে, ইলেকট্রনের সেই সংখ্যাকে উক্ত মৌলের জারণ সংখ্যা বলা হয়।

ইলেকট্রন বর্জন করলে জারণ সংখ্যা ধনাত্মক হয় এবং ইলেকট্রন গ্রহণ করলে জারণ সংখ্যা ঋনাত্মক হয়।

জারণ সংখ্যা নির্ণয় :

H2SO4এর S এর জারণ সংখ্যা :

মনেকরি,

 H2SO4এর S এর জারণ সংখ্যা = x

আমরা জানি, চার্জ নিরপেক্ষ যৌগ উপাদান মৌল গুলোর জারণ সংখ্যার সমষ্টি শূন্যের সমান।

তাহলে,

H2SO4 S এর জারণ সংখ্যা =+6

 

 Read More:

রাসায়নিক বিক্রিয়া কত প্রকার ও কী কী ? সংঙ্গা সহ ব্যাখ্যা কর ?

রাসায়নিক বিক্রিয়া কাকে বলে ? এর বৈশিষ্ট গুলো বর্ণনা কর ?

 

HNO3 এ N এর জারণ সংখ্যা :

মনেকরি,

HNO3 এ N এর জারণ সংখ্যা = x

আমরা জানি, চার্জ নিরপেক্ষ যৌগ উপাদান মৌল গুলোর জারণ সংখ্যার সমষ্টি শূন্যের সমান।

তাহলে,

1+X+( - 1 \times 3 )= 0 বা, 1+X - 6=0 বা, X - 5=0 X=5
HNO3 এ N এর জারণ সংখ্যা =+5

Post a Comment

Previous Post Next Post