সকল সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া কিস্তু সকল সংযোজন সংশ্লেষণ নয় ব্যাখ্যা কর ? রাসায়নিক বিক্রিয়া Part 9

সকল সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া কিস্তু সকল সংযোজন সংশ্লেষণ নয় ব্যাখ্যা কর ?

সংযোজন বিক্রিয়া : যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগ তার উপাদান সমুহের প্রত্যক্ষ সংযোগে তৈরি হয় তাকে সংযোজন বিক্রিয়া বলা হয়।

যেমন :

সকল সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া কিস্তু সকল সংযোজন সংশ্লেষণ নয় ব্যাখ্যা



উপরুক্ত উদাহরণ থেকে দেখা যাচ্ছে যে সংযোজন বিক্রিয়ায় উপাদান যৌগ, যৌগ-যৌগ অথবা যৌগ-মৌল অথবা মৌল-মৌলের সংযোগে তৈরি হতে পারে।

আবার,

       যে রাসারয়নিক বিক্রিয়ায় কোনো যৌগ শুধুমাত্র মৌল মৌলের সহযোগে তৈরি হয় তাকে সংশ্লেষণ বিক্রিয়া বলা হয়। যেমন :

1.   H2 + O2 = 2H2O

2.   H2 + Cl2 = 2HCl

3.   Na + Cl2 = 2NaCl

উপরোক্ত উদাহরণ গুলো থেকে দেখা যাচ্ছে যে, যৌগ গুলো তৈরি হয় শুধুমাত্র মৌল মৌলের সহযোগে।

সুতরাং বলা যায় যে , সকল সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া কিন্তু সকল সংযোজন বিক্রিয়াই সংশ্লেষণ বিক্রিয়া নয়।

Read More:

The Importance of Hiring a Car Accident Lawyer Within 24 Hours of the Accident

 

Post a Comment

Previous Post Next Post