জারণ সংখ্যা অনুযায়ী জারণ-বিজারণ বিক্রিয়ার কাকে বলে এবং NaCl একটি জারণ বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা কর ? রাসায়নিক বিক্রিয়া Part 8

 জারণ সংখ্যা অনুযায়ী জারণ-বিজারণ  বিক্রিয়ার কাকে বলে ?

যে রাসায়নিক বিক্রিয়ায় জারণ সংখ্যার হ্রাস-বৃদ্ধি ঘটে তাকে জারণ-বিজারণ বিক্রিয়া বলে।

অর্থাৎ জারণ সংখ্যা বৃদ্ধি পেলে জারণ এবং জারণ সংখ্যা হ্রাস পেলে বিজারণ। যেমন:

      সোডিয়াম ও ক্লোরিন সংযোগে সোডিয়াম ক্লোরাইড তৈরি হওয়া একটি জারন-বিজারন বিক্রিয়া।

 

NaCl একটি জারণ বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা কর ?

Na + Cl2⟶NaCl একটি জারণ বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা করা হলো :

এখানে,

         বিক্রিয়কে Na এর জারণ সংখ্যা = 0

         বিক্রিয়কে Cl এর জারণ সংখ্যা = 0

উৎপাদ NaCl এ

         Na এর জারণ সংখ্যা = + 1

         Cl এর জারণ সংখ্যা = –1

দেখা যাচ্ছে যে, বিক্রিয়াটিতে জারণ সংখ্যা হ্রাস-বৃদ্ধি ঘটেছে সুতরাং বিক্রিয়াটি একটি জারণ-বিজারণ বিক্রিয়া

Read More:

SnCl2+FeCl3=SnCl4+ FeCl2 ও Zn+CuSO4=ZnSO4+Cu এবং Al+O2=Al2O3 একটি জারণ বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা কর ? 

জারণ-বিজারণ বিক্রিয়া কাকে বলে ? NaCl ও MgCl2 এর বিক্রিয়া একটি জারণ বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা কর ?

 

Post a Comment

Previous Post Next Post