লেন্সের ক্ষেত্রে কয় ধরণের রশ্মি ব্যবহার করে বিম্ব অঙ্কন করা যায় এবং কি কি ? আলোর প্রতিসরণ Part 4

 

লেন্সের ক্ষেত্রে কয় ধরণের রশ্মি ব্যবহার করে বিম্ব অঙ্কন করা যায় এবং কি কি  ?

লেন্সের ক্ষেত্রে সচারচার ‍তিন ধরণের রশ্মি ব্যবহার করে বিম্ব অঙ্কন করা যায়। যেমন:

১. লেন্সের আলোক কেন্দ্র দিয়ে আপতিত রশ্মি প্রতিসরণের পর সোজা সুজি চলে যায়।

লেন্সের আলোক কেন্দ্র দিয়ে আপতিত রশ্মি প্রতিসরণের পর সোজা সুজি চলে যায়


২.লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মি প্রতিসরণের পর প্রধান ফোকাস দিয়ে যায়। ( উত্তল লেন্স ) অথবা প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয় ( অবতল লেন্স )।

লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মি প্রতিসরণের পর প্রধান ফোকাস দিয়ে যায়। ( উত্তল লেন্স ) অথবা প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয় ( অবতল লেন্স )

আরো জানুন,

১. উত্তল লেন্সে প্রধান অক্ষের উপর লক্ষ্যবস্তু 2F দুরত্বে থাকলে বিম্বের অবস্থান, প্রকৃতি ও আকৃতি নির্ণয় কর ?
২. সংকট কোণ বা ক্রান্তি কোণ কাকে বলে ? পূ্র্ণ অভ্যন্তরীন প্রতিফলন কাকে বলে ? লেন্স কাকে বলে ?
৩. আলোর প্রতিসরণ কাকে বলে? প্রতিসরণাংক কাকে বলে?


৩. লেন্সের প্রধান ফোকাস ‍দিয়ে গমনকারী অথবা প্রধান অক্ষ বরাবর আপতিত রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে প্রতিসরিত হয়।

লেন্সের প্রধান ফোকাস দিয়ে গমনকারী অথবা প্রধান অক্ষ বরাবর আপতিত রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে প্রতিসরিত হয়

Post a Comment

Previous Post Next Post