লেন্সের ক্ষেত্রে কয় ধরণের রশ্মি ব্যবহার করে বিম্ব অঙ্কন করা যায় এবং কি কি ?
লেন্সের ক্ষেত্রে সচারচার তিন
ধরণের রশ্মি ব্যবহার করে বিম্ব অঙ্কন করা যায়। যেমন:
১. লেন্সের আলোক কেন্দ্র দিয়ে
আপতিত রশ্মি প্রতিসরণের পর সোজা সুজি চলে যায়।
২.লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে
আপতিত রশ্মি প্রতিসরণের পর প্রধান ফোকাস দিয়ে যায়। ( উত্তল লেন্স ) অথবা প্রধান ফোকাস
থেকে আসছে বলে মনে হয় ( অবতল লেন্স )।
আরো জানুন,
১. উত্তল লেন্সে প্রধান অক্ষের উপর লক্ষ্যবস্তু 2F দুরত্বে থাকলে বিম্বের অবস্থান, প্রকৃতি ও আকৃতি নির্ণয় কর ?
২. সংকট কোণ বা ক্রান্তি কোণ কাকে বলে ? পূ্র্ণ অভ্যন্তরীন প্রতিফলন কাকে বলে ? লেন্স কাকে বলে ?
৩. আলোর প্রতিসরণ কাকে বলে? প্রতিসরণাংক কাকে বলে?
৩. লেন্সের প্রধান ফোকাস দিয়ে
গমনকারী অথবা প্রধান অক্ষ বরাবর আপতিত রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে প্রতিসরিত হয়।
Post a Comment