উত্তল লেন্সে প্রধান অক্ষের উপর লক্ষ্যবস্তু অসীম ও 2F এর মাঝে থাকলে বিম্বের অবস্থান, প্রকৃতি ও আকৃতি নির্ণয় কর ? আলোর প্রতিসরণ Part 5

 

উত্তল লেন্সে প্রধান অক্ষের উপর লক্ষ্যবস্তু অসীম ও 2F এর মাঝে থাকলে বিম্বের অবস্থান, প্রকৃতি ও আকৃতি নির্ণয় :

উত্তল লেন্সে প্রধান অক্ষের উপর লক্ষ্যবস্তু অসীম ও 2F এর মাঝে থাকলে বিম্বের অবস্থান, প্রকৃতি ও আকৃতি নির্ণয় কর


মনেকরি, LCL1 একটি উত্তল লেন্স। F ও F1এর প্রধান ফোকাস, আলোক কেন্দ্র। PQ একটি লক্ষ্যবস্তু প্রধান অক্ষের উপর লম্বভাবে অসীম ও 2F এর মাঝে অবস্থিত। এর বিম্ব আকতে হবে।

P থেকে একটি আলোক রশ্মি প্রধানঅক্ষের সমান্তরালে আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে প্রতিসরিত হয়। অপর একটি রশ্মি আলোক কেন্দ্র বরাবর আপতিত হয়ে একই পথে প্রতিসরিত হয়। এ প্রতিসরিত রশ্মিদ্বয় পরস্পর I ‍বিন্দুতে মিলিত হয়। I থেকে প্রধান অক্ষের উপর IB লম্ব আকি।

আরো জানুন,

১. উত্তল লেন্সে প্রধান অক্ষের উপর লক্ষ্যবস্তু F দুরত্বে থাকলে বিম্বের অবস্থান, প্রকৃতি ও আকৃতি নির্ণয় কর ?
২. লেন্স কাকে বলে ? কত প্রকার ও কি কি?
৩. অবতল লেন্সে বিম্বের অবস্থান, প্রকৃতি ও আকৃতি নির্ণয় কর ?

তাহলে, IB -ই হবে PQ লক্ষ্যবস্তুর ‍বাস্তব বিম্ব।

অবস্থান: F1 ও 2F এর মাঝে।

প্রকৃতি: বাস্তব ও উল্টো।

আকৃতি: খর্বিত।

Post a Comment

Previous Post Next Post