সংকট কোণ বা ক্রান্তি কোণ কাকে বলে ? পূ্র্ণ অভ্যন্তরীন প্রতিফলন কাকে বলে ? লেন্স কাকে বলে ? কত প্রকার ও কি কি? আলোর প্রতিসরণ Part 2

সংকট কোণ বা ক্রান্তি কোণ কাকে বলে ? পূ্র্ণ অভ্যন্তরীন প্রতিফলন কাকে বলে ? লেন্স কাকে বলে ? কত প্রকার ও কি কি?

সংকট কোণ বা ক্রান্তি কোণ: ঘন মাধ্যম থেকে আলোক রশ্মি হালকা মাধ্যমে প্রবেশের সময় আলোক রশ্মি অভিলম্বের দিক থেকে দূরে সরে যায় অর্থাৎ আপতন কোণের মান অপেক্ষা প্রতিসরণ কোণের মান বড় হয়।

ঘন মাধ্যমে আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়। ঘন মাধ্যমে আপতন কোণের সেই মানকে সংকট কোণ বা ক্রান্তি কোণ বলা হয়।

পূর্ণ অভ্যন্তরীন প্রতিফলন: ঘন মাধ্যম থেকে মাধ্যমে আলো যাওয়ার সময় সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হলে আলোক রশ্মি দ্বিতীয় মাধ্যমে প্রবেশ না করে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে একে পূ্র্ণ অভ্যন্তরীন প্রতিফলন বলা হয়।

পূর্ণ অভ্যন্তরীন প্রতিফলনের সূত্র দুটি। যথা:

১.আলোক রশ্মিকে অবশ্যই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে।

২. আপতন কোণ সংকট কোণের চেয়ে বড় হতে হবে।


আরো জানুন,

১. আলোর প্রতিসরণ কাকে বলে? প্রতিসরণাংক কাকে বলে? এর রাশি মালা প্রতিপাদন কর?২. লেন্স সংক্রান্ত কয়েকটি সংঙ্গা।৩. উত্তল লেন্সে প্রধান অক্ষের উপর লক্ষ্যবস্তু অসীম ও 2F এর মাঝে থাকলে বিম্বের অবস্থান, প্রকৃতি ও আকৃতি নির্ণয় কর ?


লেন্স: দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো সচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলা হয়।

লেন্স প্রধানত দুই প্রকার। যথা:

১. উত্তল বা অভীসারী লেন্স।

২. অবতল বা অপসারী লেন্স।

উত্তল বা অভীসারী লেন্স: যে লেন্সের মধ্যভাগ মোটা কিন্তু প্রান্ত ভাগ সরু তাকে উত্তল লেন্স বলা হয়। উত্তল লেন্সে আলোক রশ্মি উত্তল পৃষ্ঠে আপতিত হয় বলে তাকে উত্তল লেন্স বলে। এ লেন্স সাধারণত এক গুচ্ছ সমান্তরাল আলোক রশ্মিকে অভীসারী করে থাকে বলে একে অভীসারী লেন্সও বলা হয়।

উত্তল বা অভীসারী লেন্স


অবতল বা অপসারী লেন্স: যে লেন্সের মধ্যভাগ সরূ ও প্রান্তের দিক মোটা তাকে অবতল লেন্স বলা হয়। অবতল লেন্সে আলোক রশ্মি অবতল পৃষ্ঠে আপতিত হয় বলে তাকে অবতল লেন্স বলা হয়। এই লেন্সে সাধারণত এক গুচ্ছ আলোক রশ্মিকে অপসারী করে থাকে বলে একে অপসারী লেন্স বলা হয়।

অবতল বা অপসারী লেন্স


Post a Comment

Previous Post Next Post