তড়িৎ প্রবাহ কাকে বলে ? এর রাশিমালা বের কর এবং একক নির্ণয় কর। চল তড়িৎ Part 1

 

তড়িৎ প্রবাহ কাকে বলে ? এর রাশিমালা বের কর এবং একক নির্ণয় কর।

তড়িৎ প্রবাহ


তড়িৎ প্রবাহ: কোনো পরিবাহকের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য ‍দিয়ে প্রতি একক সময়ে যে পরিমান আধান বা চার্জ প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলা হয়।

তড়িৎ প্রবাহকে I দ্বারা প্রকাশ করা হয়।

ধরাযাক, কোনো পরিবাহকের মধ্যে ‍দিয়ে,

                    t সময়ে প্রবাহিত আধান q

একক সময়ে প্রবাহিত আধান \frac{q}{t}
সংঙ্গানুসারে পাই,I= \frac{q}{t}
অর্থাৎ তড়িৎ প্রবাহ = \frac{আধান}{সময়}


আরো জানুন,

১. আলোর প্রতিসরণ কাকে বলে? প্রতিসরণাংক কাকে বলে?
২. দর্পন কাকে বলে? দর্পন কত প্রকার ও কি কি ?
৩. তড়িৎ প্রাবাল্য বা তিব্রতা কাকে বলে ? এর রাশিমালা বের কর।


একক :

             আমরা জানি,

অর্থাৎ তড়িৎ প্রবাহ = \frac{আধান}{সময়}
সুতরাং তড়িৎ প্রবাহের একক হবে \frac{আধান}{সময়} এর একক
= \frac{c}{s}
=c s^{-1}

                               = A ( অ্যাম্পিয়ার )

অর্থাৎ1A=c s^{-1}
কোনো পরিবাহকের তড়িৎ প্রবাহ 10A বলতে বুঝায় পরিবাহকের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে ‍দিয়ে প্রতি 1S ( সেকেন্ডে ) –এ 10C আধান প্রবাহিত হয়।

Post a Comment

Previous Post Next Post