তড়িৎ প্রবাহ কাকে বলে ? এর রাশিমালা বের কর এবং একক নির্ণয় কর।
তড়িৎ প্রবাহ: কোনো পরিবাহকের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি একক সময়ে যে পরিমান আধান বা চার্জ প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলা হয়।
তড়িৎ প্রবাহকে I দ্বারা প্রকাশ
করা হয়।
ধরাযাক, কোনো পরিবাহকের মধ্যে
দিয়ে,
t সময়ে প্রবাহিত আধান q
আরো জানুন,
১. আলোর প্রতিসরণ কাকে বলে? প্রতিসরণাংক কাকে বলে?
২. দর্পন কাকে বলে? দর্পন কত প্রকার ও কি কি ?
৩. তড়িৎ প্রাবাল্য বা তিব্রতা কাকে বলে ? এর রাশিমালা বের কর।
একক
:
আমরা জানি,
= A ( অ্যাম্পিয়ার )
Post a Comment