ওহমের সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা কর ? চল তড়িৎ Part 2

ওহমের সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা করা হলো :

ওহমের সূত্র : কোনো পরিবাহকের মধ্য ‍দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ ঐ পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক।

ব্যাখ্যা :

ওহমের সূত্র


ধরা যাক, AB একটি পরিবাহি তার। এর A প্রান্তের বিভব VA এবং B প্রান্তের বিভব VB । যদি A প্রান্তের বিভব B প্রান্তের বিভবের চেয়ে বেশি হয় তবে,

বিভব পার্থক্য V = VA - VB

ওহমের সূত্রানুসারে পাই,

                            I ∝ V

                       বা, I = GV ---------(ⅰ)


আরো জানুন,

১. আলোর প্রতিসরণ কাকে বলে? প্রতিসরণাংক কাকে বলে?

২.গোলীয় দর্পন কাকে বলে? কত প্রকার ও কি কি?৩.কুলম্ব ধ্রুবকের রাশিমালা বের করে সংঙ্গা দাও ও একক বের কর ?


এখানে, G একটি সমানুপাতিক ধ্রুবক। যাকে পরিবাহকের তড়িৎ পরিবাহিতা বলা হয়।

তড়িৎ পরিবাহিতার বিপরীত রাশি হলো রোধ।

সুতরাং G = \frac{1}{R}

G এর মান (ⅰ) নং সমীকরণে বসিয়ে পাই,

I= \frac{1}{R} \times V
I= \frac{V}{R}

সুতরাং পরিবাহকের বিভব পার্থক্য ও রোধের অনুপাত দ্বারা তড়িৎ প্রবাহ হিসাব করা হয়।

                      5/10

Please Wait 35 seconds.

Post a Comment

Previous Post Next Post