কুলম্বের সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা কর এবং কুলম্ব ধ্রুবকের রাশিমালা বের করে সংঙ্গা দাও ও একক বের করা হলো:
দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বলের মান আধান দ্বয়ের গুণ ফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দুরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল তাদের সংযোজগ সরল রেখা বরাবর ক্রিয়া করে।
মনেকরে,
q1ও q2 দুটি
বিন্দু আধানের মধ্যবর্তী দুরত্ব d
ক্রিয়াশীল বল F হলে পাই,
F ∝ q1q2------------(ⅰ)
(ⅰ) ও (ⅱ) হতে
পাই,
[ এখানে, c একটি সমানুপাতিক
ধ্রুবক যাকে কুলম্ব ধ্রুবক বলা হয় ]
আরো জানুন,
১. তড়িৎ আবেশ কাকে বলে ? তড়িৎ আবেশ প্রক্রিয়ায় মাধ্যমে কিভাবে একটি অনাহিত বস্তুকে ধনাত্মক চার্জে চার্জিত করা হয় বর্ণনা কর।
২. লেন্স কাকে বলে ? কত প্রকার ও কি কি?
B এর চেয়ে Be এবং Al এর চেয়ে Mg এর আয়নীকরণ বিভব বেশি কেন ?
৩. গোলীয় দর্পন কাকে বলে? কত প্রকার ও কি কি?
কুলম্ব ধ্রুবকের রাশিমালা হতে
পাই,
(ⅰ) নং সমীকরণে q1= q2=1 একক এবং d = 1 একক বসিয়ে পাই,
∴ c = F
সুতরাং এক একক আধান বিশিষ্ট
দুটি বিন্দু আধানকে ২ একক দুরত্বে স্থাপন করলে তারা পরস্পরকে যে বল দ্বারা আকর্ষন বা
বিকর্ষণ করে তাকে কুলম্ব ধ্রুবক বলা হয়।
কুলম্ব
ধ্রুবকের একক:
আমরা
জানি,
c=q1q2Fd2
5/10
Post a Comment