অবতল লেন্সে বিম্বের অবস্থান, প্রকৃতি ও আকৃতি নির্ণয় কর ? আলোর প্রতিসরণ Part 10

 

অবতল লেন্সে বিম্বের অবস্থান, প্রকৃতি ও আকৃতি নির্ণয় :

অবতল লেন্সে বিম্বের অবস্থান, প্রকৃতি ও আকৃতি নির্ণয়


মনেকরি, LCL1 একটি অবতল লেন্স। F ও F1 এর প্রধান ফোকাস C আলোক কেন্দ্র। AB ও PQ দুটি লক্ষ্যবস্তু প্রধান অক্ষের উপর লম্বভাবে অবস্থিত। এদের বিম্ব আকতে হবে।

A ও P থেকে আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে প্রতিসরিত হয়। A ও P বিন্দু থেকে অপর একটি রশ্মি আলোক কেন্দ্র বরাবর আপতিত হয়ে একই পথে প্রতিসরিত হয়। এ প্রতিসরিত রশ্মিদ্বয়কে পেছনের দিকে বর্ধিত করলে এরা পরস্পর যথাক্রমে A1 ‍ও P1 বিন্দুতে মিলিত হয়। A1 ‍ও P1 থেকে প্রধান অক্ষের উপর যথাক্রমে A1B1 ‍ও P1Q1 লম্ব আকি।

আরো জানুন,

১. আলোর প্রতিসরণ কাকে বলে? প্রতিসরণাংক কাকে বলে?
২. উত্তল লেন্সে প্রধান অক্ষের উপর লক্ষ্যবস্তু 2F দুরত্বে থাকলে বিম্বের অবস্থান, প্রকৃতি ও আকৃতি নির্ণয় কর ?
৩. উত্তল লেন্সে প্রধান অক্ষের উপর লক্ষ্যবস্তু F দুরত্বে থাকলে বিম্বের অবস্থান, প্রকৃতি ও আকৃতি নির্ণয় কর ?


তাহলে, A1B1 ‍ও P1Q1 -ই হবে AB ও PQ লক্ষ্যবস্তুর অ‍বাস্তব বিম্ব

অবস্থান: লেন্সের পেছনে।

প্রকৃতি: অবাস্তব ও সোজা।

আকৃতি: খর্বিত।

Post a Comment

Previous Post Next Post