প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে ? দহণ বিক্রিয়া কাকে বলে ? উদাহরণ সহ ব্যাখ্যা কর ? রাসায়নিক বিক্রিয়া Part 11

 প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে ?

প্রতিস্থাপন বিক্রিয়া : যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল অন্য কোনো যৌগের অনু থেকে কোনো উপাদান মৌল বা মুলককে অপসারণ করে তার স্থান দখল করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। যেমন :

               Zn + CuSO4 ➡ ZnSO4 + Cu

বিক্রিয়াটিতে দেখা যাচ্ছে যে, Zn মৌল CuSO4 এর অনু থেকে Cu মৌলকে আপসরণ করে স্থান দখল করেছে । সুতরাং বিক্রিয়াটি একটি প্রতিস্থাপণ বিক্রিয়া। 

 

Read More:

সকল বিয়োজন বিক্রিয়া বিশ্লেষণ বিক্রিয়া নয় কিন্তু সকল বিশ্লেষণ বিক্রিয়াই বিয়োজন বিক্রিয়া ব্যাখ্যা কর।

সকল সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া কিস্তু সকল সংযোজন সংশ্লেষণ নয় ব্যাখ্যা কর ?

 

দহণ বিক্রিয়া কাকে বলে ?

দহণ বিক্রিয়া : যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো বস্তু অক্সিজেনের সাথে যুক্ত হয় তাকে দহণ বিক্রিয়া বলা হয়।

যেমন :

          দহণ বিক্রিয়া কাকে বলে

দেখা যাচ্ছে যে, বিক্রিয়া গুলোতে প্রত্যেকটি বস্তুই অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে। সুতরাং বিক্রিয়া গুলো একটি দহণ বিক্রিয়া।

Post a Comment

Previous Post Next Post