নন-রেডক্স বিক্রিয়া কাকে বলে উদাহরণ সহ ব্যাখ্যা কর ? রাসায়নিক বিক্রিয়া Part 12

নন-রেডক্স বিক্রিয়া কাকে বলে ব্যাখ্যা কর ?

নন-রেডক্স বিক্রিয়া : যে রাসায়ানিক বিক্রিয়ায় জারন সংখ্যার হ্রাস-বৃদ্ধি ঘটে না তাকে নন-রেডক্স বিক্রিয়া বলা হয়।

যেমন :

       নন-রেডক্স বিক্রিয়া

এখান,

বিক্রিয়ক NaOH-এ

           Na এর জারণ সংখ্যা = +1

           OH এর জারণ সংখ্যা = -1

বিক্রিয়ক HCl-এ

          H এর জারণ সংখ্যা = + 1

          Cl এর জারণ সংখ্যা = - 1

 

উৎপাদ NaCl-এ

          Na এর জারণ সংখ্যা = +1

          Cl এর জারণ সংখ্যা = -1

উৎপাদ H2O-এ

          H এর জারণ সংখ্যা = + 1

          OH এর জারণ সংখ্যা = - 1

দেখা যাচ্ছে যে, বিক্রিয়াটির বিক্রিয়ক এবং উৎপাদ অনুগুলোর উপাদান পরমাণুর মধ্যে জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় নি। সুতরাং বিক্রিয়াটি একটি নন-রেডক্স বিক্রিয়া।

Read More:

প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে ? দহণ বিক্রিয়া কাকে বলে ?

সকল বিয়োজন বিক্রিয়া বিশ্লেষণ বিক্রিয়া নয় কিন্তু সকল বিশ্লেষণ বিক্রিয়াই বিয়োজন বিক্রিয়া ব্যাখ্যা কর।

  

Post a Comment

Previous Post Next Post