তড়িৎ আবেশ কাকে বলে ? তড়িৎ আবেশ প্রক্রিয়ায় মাধ্যমে কিভাবে একটি অনাহিত বস্তুকে ধনাত্মক চার্জে চার্জিত করা হলো:
তড়িৎ আবেশ: স্পর্শ না করিয়ে
শুধুমাত্র একটি চার্জিত বস্তুর উপস্থিতিতে অন্য একটি অনাহিত বস্তুকে চার্জিত করার প্রক্রিয়াকে
তড়িৎ আবেশ বলা হয়।
নিচের পরিক্ষাটির মাধ্যমে একটি অনাহিত বস্তুকে ধনাত্মক চার্জে চার্জিত করা যায়।
মনেকরি, AB একটি অনাহিত পরিবাহী দন্ড। ফ্লানেল দ্বারা ইবোনাইট দন্ডকে ঘষে ইবোনাইট দন্ডটি AB পরিবাহীর A প্রান্তের নিকটে ধরে রাখি। এতে অনাহিত পরিবাহী দন্ডের ইলেকট্রন গুলো ইবোনাইট দন্ডের ঋনাত্মক আধান দ্বারা বিকর্ষণ হয়ে B প্রান্তের নিকট চলে আসে।ফলে A প্রান্তে ইলেকট্রনের ঘাটতি এবং B প্রন্তের ইলেকট্রনের আধিক্য হয়।ফলে A প্রান্ত ধনাত্মক চার্জে চার্জিত এবং B প্রান্ত ঋনাত্মক চার্জে চার্জিত হয়।
আরো জানুন,
১. দেখাও যে তড়িৎ ক্ষেত্রের বিভিন্ন বিন্দুতে তড়িৎ প্রাবাল্যের মান বিভিন্ন হয়।
২. কুলম্বের সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা কর এবং কুলম্ব ধ্রুবকের রাশিমালা বের করে সংঙ্গা দাও ও একক বের কর ?
৩. তড়িৎ আবেশ কাকে বলে ? তড়িৎ আবেশ প্রক্রিয়ায় মাধ্যমে কিভাবে একটি অনাহিত বস্তুকে ধনাত্মক চার্জে চার্জিত করা হয় বর্ণনা কর।
এখন ইবোনাইট দন্ডের উপস্থিতীতে AB পরিবাহীর B প্রান্তকে পরিবাহীর তার দ্বারা ভূ-সংযোগ দিলে ভূমি থেকে প্রোটন এসে B প্রান্তকে প্রসমিত করে। ইবোনাইট দন্ডের উপস্থিতীতে ভূ-সংযোগ বিচ্ছিন্ন করে ইবোনাইট দন্ড সরিয়ে নিলে AB পরিবাহকের A প্রান্তে থাকা প্রোটন সর্বত্র সুসম ভাবে ছড়িয়ে পরবে। এভাবে কোনো আনাহিত পরিবাহী দন্ডকে আবেশ প্রক্রিয়ায় ধনাত্মক চার্জে চার্জিত করা হয়।
Post a Comment