তড়িৎ আবেশ প্রক্রিয়ায় মাধ্যমে কিভাবে একটি অনাহিত বস্তুকে ঋনাত্মক চার্জে চার্জিত করা হলো:
মনেকরি, AB একটি অনাহিত পরিবাহী দন্ড। রেশম কাপড় দ্বারা একটি কাচ দন্ডকে ঘষে কাচ দন্ডটি AB পরিবাহীর A প্রান্তের নিকটে ধরে রাখি। এতে অনাহিত পরিবাহী দন্ডের ইলেকট্রন গুলো কাচ দন্ডের ধনাত্মক আধান দ্বারা আকৃষ্ট হয়ে A প্রান্তের নিকট চলে আসে।ফলে A প্রান্তে ইলেকট্রনের আধিক্য এবং B প্রন্তের ইলেকট্রনের ঘাটতি হয়।ফলে A প্রান্তি ঋনাত্মক চার্জে চার্জিত এবং B প্রান্ত ধনাত্মক চার্জে চার্জিত হয়।
আরো জানুন,
১. তড়িৎ বিভব কাকে বলে ? এর রাশি মালা এবং একক নির্ণয় কর।
২. তড়িৎ আবেশ প্রক্রিয়ায় মাধ্যমে কিভাবে একটি অনাহিত বস্তুকে ঋনাত্মক চার্জে চার্জিত করা হয় বর্ণনা কর।
৩. আলোর প্রতিফলন কাকে বলে? ইহা কত প্রকার ও কি কি?
এখন কাচ দন্ডের উপস্থিতীতে AB পরিবাহীর B প্রান্তকে পরিবাহীর তার দ্বারা ভূ-সংযোগ দিলে ভূমি থেকে ইলেকট্রন এসে B প্রান্তকে প্রসমিত করে। কাচ দন্ডের উপস্থিতীতে ভূ-সংযোগ বিচ্ছিন্ন করে কাচ দন্ড সরিয়ে নিলে AB পরিবাহকের A প্রান্তে থাকা ইলেকট্রন সর্বত্র সুসম ভাবে ছড়িয়ে পরবে। এভাবে কোনো আনাহিত পরিবাহী দন্ডকে আবেশ প্রক্রিয়ায় ঋনাত্মক চার্জে চার্জিত করা হয়।
Post a Comment