অধক্ষেপণ বিক্রিয়া কাকে বলে ? অধক্ষেপণ বিক্রিয়া একটি নন রেডক্স বিক্রিয়া ব্যাখ্যা কর ?

অধঃক্ষেপণ বিক্রিয়া একটি নন রেডক্স বিক্রিয়া ব্যাখ্যা করতে হলে আমাদের অধঃক্ষেপণ বিক্রিয়া কাকে বলে জানতে হবে।


অধঃক্ষেপণ বিক্রিয়া কাকে বলে ?

অধঃক্ষেপণ বিক্রিয়া : যে রাসায়নিক বিক্রিয়ায় অধক্ষেপ উৎপন্ন হয় তাকে অধঃক্ষেপণ বিক্রিয়া বলা হয়।

 

অধঃক্ষেপণ বিক্রিয়া একটি নন রেডক্স বিক্রিয়া ব্যাখ্যা কর হলো :

সিলভার নাইট্রেট ও সোডিয়াম ক্লোরাইডের দ্রবণকে মিশ্রিত করলে সিলভার ক্লোরাইড এর অধক্ষেপ ও সোডিয়াম নাইট্রেডের দ্রবণ তৈরী হয়। এ বিক্রিয়াটি একটি অধঃক্ষেপণ বিক্রিয়া।

             NaCl(aq) + AgNO3(aq) NaNO3(aq)+ AgCl(s)

এখান,

বিক্রিয়ক NaCl-এ

           Na এর জারণ সংখ্যা = +1

           Cl এর জারণ সংখ্যা  = -1

বিক্রিয়ক AgNO3-এ

          Ag এর জারণ সংখ্যা = + 1

         NO3 এর জারণ সংখ্যা = - 1

 

উৎপাদ NaNO3-এ

          Na এর জারণ সংখ্যা = +1

          NO3 এর জারণ সংখ্যা = -1

উৎপাদ AgCl -এ

         Ag এর জারণ সংখ্যা = + 1

         Cl এর জারণ সংখ্যা = - 1

দেখা যাচ্ছে যে, বিক্রিয়াটির বিক্রিয়ক এবং উৎপাদ অনুগুলোর উপাদান পরমাণুর মধ্যে জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় নি। সুতরাং বিক্রিয়াটি একটি নন-রেডক্স বিক্রিয়া

 

Read More:

নন-রেডক্স বিক্রিয়া কাকে বলে ? উদাহরণ সহ ব্যাখ্যা কর ?

প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে ? দহণ বিক্রিয়া কাকে বলে ?

 

Post a Comment

Previous Post Next Post