শ্রেণি সমবায় বা শ্রেণি বর্তনীতে তুল্য রোধের রাশিমালা বের কর। চল তড়িৎPart 6

 

শ্রেণি সমবায়ে তুল্য রোধের রাশিমালা বের করা হলো :

শ্রেণি সমবায় বা শ্রেণি বর্তনী : কত গুলো রোধকে যদি পরপর এ রূপে সাজানো হয় যে প্রথম রোধের শেষ প্রান্তে দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত, দ্বিতীয় রোধের শেষ প্রান্তের সাথে তৃতীয় রোধের প্রথম প্রান্ত এবং এ রূপে সবকয়টি রোধ সংযুক্ত থাকে এবং সবকয়টি রোধের ভিতর দিয়ে একই তড়িৎ প্রবাহিত হলে তাকে শ্রেণি সমবায় বা শ্রেণি বর্তনী বলা হয়।

শ্রেণি সমবায় বা শ্রেণি বর্তনী

ধরা যাক, R1, R2 ও R3 রোধের বিভব V1, V2 ও V3

                      V= V1 + V2 + V3 -------------(ⅰ)

R_{1} রোধে ওহমের সূত্র প্রয়োগ করে পাই, V_{1} =I R_{1}
R_{2} রোধে ওহমের সূত্র প্রয়োগ করে পাই, V_{2} =I R_{2}
R_{3} রোধে ওহমের সূত্র প্রয়োগ করে পাই, V_{3} =I R_{3}
V=IR_{1} +IR_{2} +IR_{3}
V=I(R_{1} +R_{2} +R_{3})

আরো জানুন,


এখন, R1, R2 ও R3 রোধকে RS মানের রোধ দ্বারা সরালে যদি বিভব ও তড়িৎ প্রবাহ অপরিবর্তীত থাকে তবে RS-ই হবে উক্ত রোধ গুলোর তুল্যরোধ
V=IR_{s}

          (ⅰⅰ) ও (ⅰⅰⅰ) হতে পাই,

I R_{S} =I( R_{1} + R_{2} + R_{3} )

1 Comments

Post a Comment

Previous Post Next Post