রাশি কাকে বলে ? দিকের উপর ভিত্তি করে রাশিকে কয় ভাগে ভাগ করা যায় ব্যাখ্যা কর। গতি Part 1

রাশি কাকে বলে ? দিকের উপর ভিত্তি করে রাশিকে কয় ভাগে ভাগ করা যায় ব্যাখ্যা কর।

রাশি : ভৌত জগতে যা ‍কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলা হয়।

একটি ভার্নিয়ার স্কেল


রাশির প্রকার ভেদ : রাশি প্রধানত দুই প্রকার। যথা :

১. মৌলিক রাশি।

২. যৌগিক রাশি বা লব্দ রাশি।

মৌলিক রাশি : যে সকল রাশি পরিমাপ করতে মৌলিক রাশি ব্যাতীত অন্য কোনো রাশির সাহায্যের প্রয়োজন হয় না তাদের কে মৌলিক রাশি বলা হয়।

মৌলিক রাশির সংখ্যা সাতটি। যথা :

১. দৈর্ঘ বা Length.

২. ভর বা Mass.

৩. সময় বা Time.

৪. তাপমাত্রা বা Temperature.

৫. তড়িৎ প্রবাহ বা Current.

৬. পদার্থের পরিমান।

৭. দীপন তীব্রতা।


আরো জানুন :

১. দুরত্ব কাকে বলে ? এর একক ও মাত্রা নির্ণয় কর। সরণ কাকে বলে ? এর একক ও মাত্রা নির্ণয় কর ?
২. তুল্য রোধ কাকে বলে ? সমান্তরাল বর্তনীতে তুল্য রোধের রাশিমালা বের কর।
৩. লেন্সের ক্ষেত্রে কয় ধরণের রশ্মি ব্যবহার করে বিম্ব অঙ্কন করা যায় এবং কি কি ?


যৌগিক রাশি বা লব্দ রাশি : যে সকল রাশি পরিমাপ করতে এক বা একাধিক মৌলিক রাশির সাহায্যের প্রয়োজন হয় তাদেরকে যৌগিক রাশি বা লব্দ রাশি বলা হয়।

যেমন : আয়তন, বল, কাজ, ত্বরণ ইত্যাদি।


রাশির প্রকার ভেদ : দিকের উপর ভিত্তি করে রাশিকে দুই ভাগে ভাগ করা যায়। যথা :

১. অদিক রাশি বা scalar রাশি।

২. ‍দিক রাশি বা vector রাশি।

অদিক রাশি বা scalar রাশি : যে রাশি পরিমাপ করতে শুধুমাত্র মানের প্রয়োজন হয় ‍দিক উল্লেখের প্রয়োজন হয় না তাকে অদিক রাশি বা scalar রাশি বলা হয়। যেমন : ‍দৈর্ঘ, ভর, সময় ইত্যাদি।

‍দিক রাশি বা vector রাশি : যে সকল রাশি প্রকাশ করতে মান  ও ‍দিক উভয়ের প্রয়োজন হয় তাদেরকে দিক রাশি বা vector রাশি বলা হয়।


Post a Comment

Previous Post Next Post